Header Ads Widget

Responsive Advertisement

হিরো যখন অ্যান্টিহিরো

 

এক যুগের অভিনয়জীবনে ছয় বছরের বেশি শুধু সিনেমায় কাজ করছেন সিয়াম আহমেদ। প্রথম চলচ্চিত্র পোড়ামন ২-এই তাঁর একটা রোমান্টিক ভাবমূর্তি গড়ে ওঠে। পরেও ‘লাভার বয়’ হিসেবে পরিচিতি পেয়েছেন সিয়াম আহমেদ। এখন পর্যন্ত যে কয়টা চলচ্চিত্র করেছেন, সব কটিতেই তিন প্রেমিক হিরো। তবে নায়ক পরিচয়ের বাইরে গিয়ে অ্যান্টিহিরো হিসেবে নিজেকে চেনানোর চেষ্টা তাঁর মধ্যে আছে। ওয়েব সিরিজ ‘টিকিট’-এ তাঁর সেই দিকটাকেই উপস্থাপনের চেষ্টা করেছেন ভিকি জাহেদ।

গতকাল মঙ্গলবার ভিকি জাহেদ ভিকি বললেন, ‘যেহেতু আমার সঙ্গে প্রথম কাজ, তাই গৎবাঁধা ছকে থাকতে চাইনি। ভেবেছিলাম, ভিন্নধর্মী কিছু করি। আমার কাজটির ঠিক আগে (মিজানুর রহমান) আরিয়ান ভাইয়ের ‘পুনর্মিলনে’ নামের একটা ওয়েব ফিল্মে কাজ করেছিলেন, তাতেও বরাবরের মতো তিনি রোমান্টিক। তাই ভেবেছিলাম, ভিলেন হিসেবে দেখাতে পারি। আমার কাছে মনে হয়েছে, তাঁর আপ্রাণ চেষ্টা ছিল। শুটিংয়ের আগে চিত্রনাট্য নিয়ে অনেকবার বসা হয়েছে। আমিও প্রত্যাশা অনুযায়ী পেয়েছি।

Post a Comment

0 Comments