Header Ads Widget

Responsive Advertisement

অপূর্ব, ফারিণ, পাভেলরা এখন কেমন আছেন, কী হয়েছিল

ফারিণ, অপূর্ব ও পাভেল।



গতকাল ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের শুটিং চলছিল। শুটিংয়ে স্কুটি চালানোর একটি দৃশ্যধারণের সময় হঠাৎই দুর্ঘটনা ঘটে। বন্ধ হয়ে যায় শুটিং। কাজ ফেলে শুটিং ইউনিটকে ছুটতে হয় হাসপাতালে। গতকাল শুক্রবার ওয়েব ফিল্মের পরিচালক কাজল আরেফিন অমি ফেসবুক স্ট্যাটাসে দুঃখের সঙ্গে তিন অভিনয়শিল্পীর আহত হওয়ার কথা জানান। আহত এই অভিনয়শিল্পীরা এখন কেমন আছেন?

আজ শনিবার খবর নিয়ে জানা যায়, জিয়াউল ফারুক অপূর্ব গতকাল শুটিংয়ের সময় স্কুটি চালাতে গিয়ে পড়ে গিয়ে আহত হন। তিনি হাতে ব্যথা পান। পরে হাসপাতালে নিয়ে আসার পর জানা যায়, হাড়ে কোনো ক্ষতি হয়নি এই অভিনয়শিল্পীর। কিছু পরীক্ষা–নিরীক্ষা করা হয়। পরে বিশ্রাম শেষে গতকালই তিনি বাসায় চলে যান।হাতে ও পায়ে আঘাত পান অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তাঁর হাত ও পায়ের কিছু অংশ কেটে যায়। তবে দ্রুত হাসপাতালে নিয়ে আসায় ও চিকিৎসকের পরামর্শে তিনিও বর্তমানে সুস্থ। তবে বিশ্রাম নিতে হবে। গতকালই বাসায় ফিরেছেন জানালেন আহত আরেক অভিনেতা সাইদুল রহমান পাভেল। তিনি পাভেল নামেই পরিচিত।

দুর্ঘটনা নিয়ে যা বললেন পরিচালক দুর্ঘটনা সম্পর্কে পরিচালক কাজল আরেফিন প্রথম আলোকে বললেন, আমরা ঢাকার পাশে জিন্দা পার্কে শুটিং করছিলাম। একটি দৃশ্য ছিল এমন, বাজারের মধ্যে স্কুটিতে করে আসবেন অপূর্ব ভাই, ফারিণ ও পাভেল। একটা নির্দিষ্ট মার্ক দেওয়া ছিল, যেখানে এসে স্কুটি থামবে। কথা ছিল, ফারিণ স্কুটি চালাবে, অপূর্ব ভাই ও পাভেল পেছনে বসা থাকবেন। কিন্তু ফারিণ স্কুটি চালাতে না পারায়, দায়িত্ব পড়ে পাভেলের। সে নিয়মিত স্কুটি চালায়ও। তাই দৃশ্য অনুযায়ী পাভেল চালাবে, পেছনে বসা ছিলেন ফারিণ ও অপূর্ব ভাই। মাটির রাস্তাটায় বালু বালু ছিল। স্কুটি একটা জায়গায় এসে ব্রেক করার কথা। পাভেল ব্রেকও করেছিল। নামার সময় পা পিছলে পড়ে যায়। অপূর্ব ভাই ভারসাম্য বজায় রেখে দাঁড়িয়ে গেলেও পাভেল আর ফারিণ পারেনি। দুজনের আঘাত পরিমাণে বেশি হলেও অপূর্ব ভাই শুধু কবজিতে আঘাত পায়।’


 

Post a Comment

0 Comments